Biraho Batha
লিখেছেন লিখেছেন জাকারিয়া কবির ১৮ জুলাই, ২০১৬, ০৭:২১:৫৪ সন্ধ্যা
'উত্তপ্ত বুক
খুঁজে ফেরে সুখ
তোমাকে হারিয়ে
খোলামাঠে দাঁড়িয়ে।'
'কাটেনা সময়
যায়না দিন
মুছেগেছে সব
স্মৃতি রঙ্গিন।'
'ছলনার ছলে
চলেগেলে দুরে
আমার গান কবিতা
তোমাকে ঘিরে।'
'সামান্য দোষে
চলেগেলে শেষে
অথৈকষ্টে আছি
তোমায় ভালোবেসে।'
'ওগো মায়াবিনী
ছলনাময়ী তুমি
যদি জানতাম আগে
ভালোবাসতাম তোমাকে?'
'অজানা দুঃখে
আজ মরি ধুকে-ধুকে
যতই প্রাচুর্যে থাক
জানি তুমিও নেই সুখে।'
'যদি পার ক্ষমা কর
পুনরায় হাতটি ধর
নতুন করে চলি পথ
খুলে যাবে মহাকালের রথ।'
বিষয়: সাহিত্য
৭৭৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন